South east bank ad

সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী মারা গেছেন

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক আর নেই। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে সাতক্ষীরার জনপ্রিয় এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: