South east bank ad

নির্ধারিত সময়ের আগেই আইপিওর প্রায় পুরো অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

নির্ধারিত সময়ের আগেই আইপিওর প্রায় পুরো অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০২২ সালের মার্চে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। অর্থ হাতে পাওয়ার এক বছরের মধ্যে ব্যয় করার কথা থাকলেও বিভিন্ন কারণে তা করতে পারেনি কোম্পানিটি। এজন্য দুই দফা আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা বাড়িয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত এ সময় শেষ হওয়ার আগেই কোম্পানিটি আইপিও তহবিলের ৯৯ দশমিক ৬৮ শতাংশ অর্থ ব্যয় করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেয়া তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৫ সালের জুন শেষে জেএমআই হসপিটাল আইপিওর ৭৫ কোটি টাকার মধ্যে ৭৪ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা ব্যয় করেছে। এর মধ্যে কোম্পানিটি ভূমি উন্নয়ন খাতে ৪ কোটি ২৫ লাখ টাকা, ভবন ও পূর্ত কাজে ৫৯ লাখ, বিএমআরই প্রকল্পের যন্ত্রপাতি বাবদ ৩৫ কোটি ৮৩ লাখ, ঋণ পরিশোধে ২৫ কোটি এবং বীমা ও শুল্ক বাবদ বরাদ্দকৃত ৪৯ লাখ ২০ হাজার টাকা পুরোটাই ব্যয় করেছে।

তবে কোম্পানিটির সাধারণ সেবা সুযোগ-সুবিধা খাতে ৫ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৪২৩ ও আইপিওর খরচ খাতে ৩ কোটি ৩৩ লাখ টাকার মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৮৬৮ টাকা ব্যয় করেছে। ফলে কোম্পানিটির আইপিও তহবিলে এখনো অব্যবহৃত রয়েছে ২৪ লাখ ৩০ হাজার ৭০৯ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জেএমআই হসপিটালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই হসপিটালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জেএমআই হসপিটালের ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ১২ পয়সায়।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: