রোটারীর সাবেক গভর্ণর প্রফেসর জালালের ইন্তেকাল

রোটারীর সাবেক গভর্ণর প্রফেসর জালাল ইউ আহমেদ (৮১) সোমবার বার্ধক্য জনিত কারনে ঢাকায় ইনতেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ১৯৯১-৯২ সেশনে রোটারীর বাংলাদেশের গভর্ণর ছিলেন। তার নামাজে জানাজা জোহরের নামাজের পর নাখালপাড়া বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
রোটারী গভর্ণর এম রুবাইয়াত হোসেন, গভর্ণর নির্বাচিত ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এবং সাবেক গভর্ণর ও রোটারী নেতৃবৃন্দ তার ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।