সরকারি বাসভবনের ছাদে কৃষিচর্চা করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেসবাহউদ্দিন

ছাদকৃষি রীতিমত একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। দেশের বহু সরকারি প্রতিষ্ঠানের ছাদে কৃষিকাজ করা হচ্ছে। দেশের বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ ও প্রাঙ্গনে শুরু হয়েছে কৃষিচর্চা। সরকারি বাসভবনে খোদ মন্ত্রী ও তার পরিবার যুক্ত হয়েছেন কৃষি অনুশীলনে। অনেক পদস্থ কর্মকর্তা অবসরের অনেকটা সময় নিবিষ্ট থাকেন ফল ফসল আর উদ্ভিদের সঙ্গে। কৃষিকাজ এখন গলা বাড়িয়ে বলার মতো এক ইতিবাচক উদ্যোগ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অফিসার্স ক্লাবের মহাসচিব মেসবাহউদ্দিন তার পেশাগত জীবনের সঙ্গে কৃষিকে যুক্ত করে রেখেছেন। একজন কৃষিবিদ হিসেবে কৃষির সম্পর্কিত জ্ঞান তার রয়েছে। সে সঙ্গে রয়েছে তুমুল আগ্রহ। সরকারি বাসভবনের ছাদে কৃষিচর্চা করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেসবাহউদ্দিন।
চ্যানেল আই এর জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠানের ১৭৮ পর্বে (ছাদকৃষি) শাইখ সিরাজ তুলে ধরেন সরকারি বাসভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেসবাহউদ্দিন এর ছাদে কৃষিচর্চার বিষয়টি।
আজকের দিনে নাগরিকদের জন্য ছাদকৃষি এক অপরিহার্য উদ্যোগ বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, জনহিতকর কাজ ও সবার সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতার কারণে মেজবাহ উদ্দিন সবার কাছেই তুমুল জনপ্রিয়। তিনি সরকারী কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার সাধারন সম্পাদক। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জনসেবামূলক কাজ, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাসহ নানা ক্ষেত্রে জড়িত থাকায় সবার সঙ্গেই তার হৃদ্যতা। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে কর্মরত।
বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রির সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রাম এর জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ডিসি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কৃত হন মেজবাহ উদ্দিন তার ক্যারিয়ারের শুরু থেকেই সততা ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়ে আসছেন। কর্মক্ষেত্রে সততা এবং দক্ষতার জন্য একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায় থেকে পেয়েছেন নানা স্বীকৃতি।