বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন, সম্পাদক সাইয়েদুজ্জামান

বাংলাদেশের হিসাবরক্ষণবিষয়ক একাডেমিক ও পেশাজীবী ব্যক্তিত্বদের সংগঠন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান মিলন।
সংগঠনটির সদ্যগঠিত ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকী, আইসিএবির সাবেক সভাপতি এএফ নেসারউদ্দিন এফসিএ, অধ্যাপক ড. সুলতান আহমেদ, মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস।
কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, সহসাধারণ সম্পাদক সেলিম রেজা এফসিএ, এফসিএস, সাংগঠনিক সম্পাদক মুজাফ্ফর আহমেদ এফসিএমএ, এফসিএস, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. অরবিন্দ সাহা, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ, স্বদেশ রঞ্জন সাহা ও মো. সামসুল আলম মল্লিক এফসিএ।