South east bank ad

অনেকগুলো সিনেমা দেখে ফেললাম

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

অনেকগুলো সিনেমা দেখে ফেললাম

মনিরুল ইসলাম:
সিনেমা দেখার অভ্যাসটা বেশ পুরোনো। এখনো সময় পেলেই সিনেমা-নাটক দেখি। যখন করোনা শনাক্ত হলো তখন ভাবলাম এই সময়টা Sigmund Freud টা ভালো করে বোঝার চেষ্টা করবো। হাতে সদ্য সংগৃহীত Ashis Nandi র The Savage Freud ছিল। ইচ্ছা ছিল এই সুযোগে শেষ করবো। কিন্তু একটু চেষ্টা করেই বুঝলাম করোনাকালীন আর যাই হোক সিরিয়াস কিছু পড়া সম্ভব নয়। হাতে কিন্তু অফুরন্ত সময়, মাঝে মধ্যে দু’একটা অনলাইন মিটিং এ অংশগ্রহন ব্যতীত তেমন কোন কাজ নাই। অতএব, সিনেমা দেখেই সময় পার করতে হবে। ফলে অনেকগুলো সিনেমা দেখে ফেললাম। নতুন কিছু সিনেমা ছাড়াও অনেক আগে দেখা কিছু ভালো সিনেমা পুনরায় দেখলাম। এই তালিকায় পুলিশী তদন্ত কৌশল ছাড়াও আইন-আদালত বিচার নিয়ে বেশ কয়েকটা সিনেমা দেখলাম। আইন-আদালত-বিচার নিয়ে যারা উৎসাহী তাদের জন্য Jolly LLB, Pink, No One Killed Jessica আর One Day: Justice Delivered-এসব হিন্দি সিনেমা দেখার অনুরোধ থাকলো। তা’হলে অনেক প্রশ্নের জবাব মিলবে বলেই প্রত্যাশা করি।
পূনশ্চঃ বিশ্বব্যাপী করোনা মহামারি বেশ ভালোভাবেই দাপট দেখাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, বিশেষ করে যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন। আমি ইতোমধ্যেই সুস্থ হয়েছি, আপনারাও সুস্থ থাকুন।

[বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ​মনিরুল ইসলাম এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেয়া।]

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: