অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু
অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডিয়া পার্টনার ছিল 'সমকাল' এবং 'চ্যানেল টোয়েন্টিফোর'।
এবিসিসিআই সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেলবোর্নের ক্রসিং হপার্সের এনকোর ইভেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আয়োজকরা জানান, অনেক দিন ধরেই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা বিক্ষিপ্তভাবে ব্যবসা-বাণিজ্য করছিলেন। তবে এবারই প্রথম নিবন্ধন পেয়েছে তাঁদের অংশগ্রহণে গঠিত চেম্বার অব কমার্স। তাই এর মাধ্যমে তাঁদের অনেক সমস্যার সমাধান মিলবে।