প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ঝুঁকিবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, এএমডি ও গুলশান শাখার ব্যবস্থাপক নাসিম সেকান্দার, ডিএমডি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, ডিএমডি ও দিলকুশা শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী, ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, ডিএমডি এসএম ওয়ালি উল মোর্শেদ এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে ‘মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট (এমসিআর) অ্যান্ড আইসিএএপি: আ কেস স্টাডি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের এভিপি মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া সম্মেলনে সমসাময়িক ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা ও বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মো. আলমগীর এবং ড. মো. শহিদ উল্লাহ।


