শিরোনাম

South east bank ad

স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কমেছে ৪০% পর্যন্ত

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কমেছে ৪০% পর্যন্ত

ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপড়েনের কারণে দেশের স্থলবন্দরগুলো দিয়ে আমদানি-রফতানি ৪০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আব্দুল ওয়াহেদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদসহ দেশের সব স্থলবন্দরে একই চিত্র বিরাজ করছে। আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে মাত্র ৬০ শতাংশ। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে মন্দা ভাব দেখা দিচ্ছে। এজন্য বাংলাদেশের মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশের জন্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন।’ এ সময় সোনামসজিদ স্থলবন্দরের অবকাঠামো ও রহনপুর রেল শুল্ক স্টেশনের উন্নয়নসহ নয় দফা দাবি তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, শুকুরুদ্দিন, শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: