শিরোনাম

South east bank ad

রাঙ্গামাটি পার্বত্য জেলায় দুর্গমতাকে জয় করার সাফল্যগাঁথা!

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলার সব উপজেলার ইউনিয়ন পর্যায়ে ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে গত ৭ আগস্ট ২০২১ইং তারিখ শনিবার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ১০ আগস্ট ২০২১ইং তারিখ বিলাইছড়ি উপজেলার দুর্গমতম ইউনিয়নগুলির একটি বড়থলি ইউনিয়নে ২৯৭ জনকে টিকা দেওয়া হয়।


এসডিজি অর্জনের ক্ষেত্রে অন্যতম একটি লক্ষ্য হল, "No one left behind." এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার নেতৃত্বে ৩ জন স্বাস্থ্যকর্মী টিকা নিয়ে গতকাল সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বায়ুযানে করে বড়থলির উদ্দেশ্যে রওয়ানা হন। টিকাদান শেষে দলটি বিকাল ৫টায় ফিরে আসে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবারের এ টিকাদান কর্মসূচি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, কেননা স্বাধীনতার ৫০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিলাইছড়ি উপজেলার কোন নির্বাহী কর্মকর্তার এ ইউনিয়ন পরিদর্শন করলেন।


এছাড়া সংসদ সদস্য দীপংকর তালুকদারের নির্দেশনা, বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের আন্তরিকতা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সর্বোপরি সরকারের কৌশলগত পদক্ষেপের ফলে টিকাদানে আগ্রহী নারী পুরুষের উপস্থিতি বড়থলি তথা বাংলাদেশের ইতিহাসে এক অন্যন্য সাফল্যগাথাঁ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে!
উল্লেখ্য, বড়থলি ইউনিয়ন এতটাই দুর্গম, যেখানে শহুরে মানুষের পা পড়ে না। প্রচলিত নিয়ম-কানুন সেখানে অচল! শুনতে অবাক লাগলেও বড়থলি ইউনিয়নে এই একবিংশ শতাব্দীতে এসেও দ্রব্য বিনিময় প্রথা (Barter System) প্রচলিত! বিলাইছড়ি উপজেলা হতে পায়ে হেঁটে বড়থলি ইউনিয়নে যেতে সময় লাগে কমপক্ষে ৪ দিন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: