South east bank ad

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের আজকের দিনে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের আজকের দিনে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি

আজ ঐতিহাসিক ২৩শে ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু উপাধি দিবস। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী ইতিহাসের মহামানব, জাতির জনক শেখ মুজিবুর রহমানকে জাতির পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।

১৯৬৯ সালের এ দিনে পল্টন ময়দানে ১০ লক্ষ মানুষের সমাবেশের এক বিশাল জনসভায় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সে সময়কার ডাকসুর ভিপি তোফায়েল আহাম্মদ শেখ মুজিবুর রহমান কে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। দেশের মানুষের অধিকার আদায় ও স্বাধীনতা অর্জনে যিনি জীবনের প্রায় ১৪ টি বছর কাটিয়েছেন কারাগারে। শাসকগোষ্ঠির কোনো দমন পীড়ন তাকে দমাতে পারেনি এতটুকু। মহান এ মানুষটিকে ১৯৬৯ সালের আজকের দিনে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি। ১৯৬৮ সাল; প্রাদেশিক স্বায়ত্ত্বশাসনের পক্ষে শেখ মুজিবুর রহমানের ৬ দফা তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের গলায় কাঁটার মতো বিঁধে। আর ঠিক সেসময় মুজিব ব্যস্ত জনমত গড়তে; নিরন্তর ঘুরছেন দেশের বিভিন্ন প্রান্তে। এদিকে, মুজিবকে দমাতে না পেরে পাকিস্তানি শাসকরা মিথ্যা দেশদ্রোহীর তকমা লাগিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা করে। গ্রেফতার হন মুজিব। কিন্তু তাতেও এতটুকু বিচলিত দেখা যায়নি মহান এই নেতাকে। নেতাকে মুক্ত করতে উত্তাল সারাদেশ। জনতার সেই আন্দোলনে নত স্বীকার করে পাকিস্তান। ৬৯’র ২২ ফেব্র“য়ারি মুক্তি পান বাঙালীর প্রাণের নেতা শেখ মুজিব। পর দিনই সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের বিশাল জনসভায় কৃতজ্ঞ জাতি প্রিয় নেতা শেখ মুজিবকে দেয় ’বঙ্গবন্ধু’ উপাধি। বঙ্গবন্ধুর হাত ধরেই বাঙালী অর্জন করে স্বাধীনতা, মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন জাতির জনক।

BBS cable ad

সম্পাদকীয় এর আরও খবর: