South east bank ad

সিইসি ও নির্বাচন কমিশনারদের একান্ত সচিব পদে রদবদল

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর চার নির্বাচন কমিশনারদের একান্ত সচিব (পিএস) পদে রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

একান্ত সচিবদের দায়িত্ব বণ্টনের আদেশ থেকে জানা গেছে, সিইসি কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব হিসেবে ইসি সচিবালয়ের সেবা শাখার সহকারী সচিব মো. রিয়াজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ পদে থাকা একেএম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপ-পরিচালক পদে।

সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে একই পদে রেখে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবীবের দপ্তরে।

তিনি প্রায় ১০ বছর ধরে নির্বাচন কমিশনারের একান্ত সচিবের পদে রয়েছেন। এ দপ্তরে আগে ছিলেন মো. এনাম উদ্দীন। তাকে এবার বদলি করা হয়েছে সিনিয়র সহকারী হিসেবে ক্রয় ও মুদ্রণ শাখায়।

শৃঙ্খলা শাখার সহকারী সচিব হাবিবা আখতারকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার একান্ত সচিব পদে। এ দপ্তরে আগে ছিলেন সিনিয়র সহকারী সচিব লুৎফুল কবীর সরকার।

তাকে এবার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের দপ্তরে। এ দপ্তরে আগে ছিলেন সিনিয়র সহকারী সচিব তকদীর আহমেদ, তাকে বদলি করা হয়ে সেবা শাখায়।

নির্বাচন কমিশনার মো. আলমগীরের একান্ত সচিব হিসেবে আনা হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামানকে।

BBS cable ad

নির্বাচন কমিশন এর আরও খবর: