রাজনৈতিক সমঝোতা হলে ভোট ব্যালটে হবে: সিইসি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করতে কোনো রাজনৈতিক সঙ্কট হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তবে রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটেও ভোট হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ইভিএমে ডিজিটাল জালিয়াতি সম্ভব না। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নিঃসন্দেহে অনেক কম।”
ইভিএম সঙ্কট নিয়ে তিনি বলেন, “আর্থিক সংকট বোঝার দায়িত্ব আমার না, সুষ্ঠু নির্বাচনে যা যা দরকার সেটি বলব, আর্থিক সংকট থাকলে ইভিএম ক্রয়ে বরাদ্দ দেয়া না দেয়া বিবেচনা করবে সরকার, কমিশন মেনে নেবে।”