বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীর দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নবনির্বাচিত সভাপতি হিসেবে আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ২০২১-২০২৩ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার প্রতিষ্ঠানটির বোর্ডরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আয়োজনের শুরুতে বিসিআই নির্বাচন বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুল হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ইভেন্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিজিএমইএর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিসিআইয়ের নতুন কমিটিতে ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্ত্তী এবং সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইকোক্যাম বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম নিরু।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিসিআই ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।