এফবিসিসিআই নির্বাচন: জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছেন সংগঠনের সাবেক সভাপতিরা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী মেয়াদে সংগঠনের দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার সংগঠনের সাবেক সভাপতিদের কয়েকজন বৈঠক করেছেন। তারা প্রার্থী হিসেবে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন বলে বৈঠক সূত্র জানায়।
এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিনকে আসন্ন নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী করতে বৈঠকে উপস্থিত সাবেক সভাপতিরা অন্য নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। পরে সবার সম্মতি নিয়ে শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণার বিষয়ে আশাবাদী তারা।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক এ বৈঠক হয়। এতে সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এ. কে. আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ ও শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকে জসিম উদ্দিনসহ অন্য ব্যবসায়ী নেতারাও অংশ নেন।
মের প্রথম দিকে দেশের ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭২ পরিচালককে নির্বাচনের জন্য রোববার তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৪২ জন পরিচালক সাধারণ সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। বাকি ৩০টি পদে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন থেকে মনোনীত পরিচালক হবেন। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থিতার বিষয়ে আলোচনা শুরু হয়।
কাজী আকরাম উদ্দিন বলেন, সাবেক সভাপতিরা আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। অনানুষ্ঠানিক এ বৈঠকে জসিম উদ্দিনকে প্রার্থী হিসেবে সমর্থন দিতে একমত হয়েছেন তারা। শিগগিরই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বর্তমানে প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
তফসিল অনুযায়ী, ১৩ মার্চ প্রাথমিক এবং ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩১ মার্চ। ৮ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী ঘোষণা দেওয়া হবে। আগামী ৫ মে পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোট গ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন হবে ৭ মে। এর পর ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচনী বোর্ড।
গত ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করে দুটি বোর্ড গঠন করা হয়।