বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর হোটেল র্যাডিসনে এ আয়োজনে বিজিএমইএর সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং সফিউল ইসলাম মহিউদ্দিন এমপি এবং আব্দুস সালাম মুর্শেদী এমপি।
মাস দুয়েক আগে দলনেতা হিসেবে জিয়ান্ট গ্রুপের এমডি ফারুক হাসানের নাম ঘোষণা করা হয়। তিনি সভাপতি প্রার্থী। ঢাকা অঞ্চলের পরিচালক প্রার্থীরা হলেন অ্যাডামস অ্যাপারেলসের শহিদুল হক মুকুল, ব্রাদার্স ফ্যাশনসের আবদুল্লাহিল রাকিব, ক্ল্যাসিক ফ্যাশনসের শহীদুল্লাহ আজিম, ক্রনি ফ্যাশনসের নীলা হোসনে আরা, ডেনিম এক্সপার্টের মহিউদ্দিন রুবেল, ডিজাইন অ্যান্ড সোর্সের জাহাঙ্গীর আলম, ডিজাইনটেক্স নিটওয়্যারের খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের শিরিন সালাম ঐশী, এনভয় ফ্যাশনসের তানভীর আহমেদ, হামিদ সোয়েটারের ইন্তেখাবুল হামিদ অপু, জেএফকে ফ্যাশনসের এম কফিল উদ্দিন আহমেদ, লায়লা স্টাইলের ইমরানুর রহমান, মেইসিস গার্মেন্টের আশিকুর রহমান তুহিন, মিজামি গার্মেন্টের মিরান আলী, নিপা ফ্যাশনসের খসরু চৌধুরী, পশমী সোয়েটারের মশিউল আজম সজল, সাদমা ফ্যাশনস ওয়্যারের নাছির উদ্দিন, সেহা ডিজাইনের এসএম মান্নান কচি, স্প্যারো অ্যাপারেলসের শোভন ইসলাম, তরিক ফ্যাশনসের মোহাম্মদ কামাল উদ্দিন, টিআরজেড গার্মেন্টের হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশনসের আরশাদ জামাল দীপু, ঊর্মি গার্মেন্টের আসিফ আশরাফ, ভিনটেজ ডেনিমের সাজ্জাদুর রহমান মৃধা শিপন ও ইয়াং ফর ইভারের রাজীব চৌধুরী।
চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন এএস আর অ্যাপারেলসের এ এম শফিউল করিম খোকন, অ্যামেকো ফেব্রিক্সের এম আহসানুল হক, ফোর এইচ অ্যাপারেলসের মো. হাসান জোকি, এইচকেসি অ্যাপারেলসের রকিবুল আলম চৌধুরী, লিগেসি ফ্যাশনসের তানভীর হাবিব, এনএলজেড ফ্যাশনসের মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা, আরএসবি ইন্ডাস্ট্রিয়ালের অঞ্জন শেখর দাশ, টপ স্টার ফ্যাশনসের আবসার হোসেন ও ওয়েল ডিজাইনার্সের সৈয়দ নজরুল ইসলাম।