ডিসিসিআই সভাপতির সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাত্কার অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এনকেএ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বাস ব্ল্য এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনাকালে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ মূলত তৈরি পোশাক, হিমায়িত মাছ এবং চামড়া ও চামড়াজাত পণ্য নেদারল্যান্ডসে রফতানি করে। এজন্য দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশ হতে আরো বেশি হারে তৈরি পোশাক ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত প্রভৃতি পণ্য আমদানির আহ্বান জানান তিনি।