বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন: প্যানেল ঘোষণা করলো ‘সম্মিলিত পরিষদ’
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নির্বাচনকে সামনের রেখে প্যানেল ঘোষণা করেছে ‘সম্মিলিত পরিষদ’।
সোমবার (২২ মার্চ) নগরের হোটেল আগ্রাবাদে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি এবং ১১ দফা ইশতেহার ঘোষণা করা হয়।
অ্যাসোসিয়েশনের হারানো গৌরব ফিরিয়ে আনতেই ১১ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে বলে জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর উৎসব মূখর পরিবেশে এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন না হওয়ায় সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সভায় অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সম্মিলিত পরিষদ সবসময় সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে। আগামীতেও সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করছি।
পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি চৌধুরী বলেন, সম্মিলিত পরিষদ ঐক্যমতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। ব্যক্তিগত স্বার্থে অ্যাসোসিয়েশনকে ব্যবহার করবে না সম্মিলিত পরিষদ। হারানো গৌরব ফিরিয়ে আনতেই আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজী এম ডি আবু নাইম, প্রবীণ শিপিং ব্যক্তিত্ব আতাউল করিম চৌধুরী, লিটমন্ড শিপিংয়ের পরিচালক মো. বেলায়েত হোসেন প্রমুখ।