বাণিজ্য সংগঠনের এজিএম ও নির্বাচন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যকরী কমিটির সাধারণ নির্বাচনের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার পরিচালক সোলেমান স্বাক্ষরিত এক আদেশ এফবিসিসিআইসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো করা হলো।