South east bank ad

এফবিসিসিআই’র উদ্যোগে রপ্তানি বাজার ও রপ্তানী পণ্য বহুমুখীকরণ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

আজ (৫ আগস্ট ২০২১) এফবিসিসিআই ‘র উদ্যোগে রপ্তানি বাজার ও রপ্তানী পণ্য বহুমুখীকরণের সম্ভাব্য খাত চিহ্নিত করে আর্থিক ও অন্যান্য সুবিধা প্রদানের যৌক্তিকতা, সম্ভাবনা ও ফলাফলের উপর বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের জন্য ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, রপ্তানি নীতির পরিপালন বাধ্যতামূলক করার জন্য অনেক দিন থেকেই আমরা ব্যবসায়ীরা দাবি রেখে আসছি। আমদানি নীতির মত রপ্তানি নীতি পরিপালন বাধ্যতামূলক না হওয়ায় এর প্রয়োগ ও বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই সীমিত আকারে হয়। আমরা মনে করি ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের গৃহীত নীতিগুলো দীর্ঘস্থায়ী, নির্ভরযোগ্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য-বান্ধব হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৩৮টি ক্যাটাগরিতে রপ্তানি আয়ের বিপরীতে Cash Incentive দেয়া হয় যা সংশ্লিষ্ট খাতের জন্য অত্যন্ত সহায়ক। তবে এই রপ্তানি সহায়তা শুধুমাত্র তারাই পায় যারা বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বা শুল্ক প্রত্যর্পণ সুবিধা ভোগ করে না। কিন্তু রপ্তানি বহুমুখীকরণের স্বার্থে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার সাথে সরাসরি Cash Incentive সুবিধা প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন। তবে কোন রপ্তানিকারক যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং এর অপব্যবহার না হয় সে লক্ষ্যে যথাযথ মনিটরিং নিশ্চিত করা আবশ্যক।

বাংলাদেশ LDC উত্তরণের জন্য প্রস্তুতিমূলক সময় হিসেবে ২০২৬ সাল পর্যন্ত সময় পাবে। কিন্তু ২০২৬ পরবর্তী সময়ে রপ্তানি খাতের ক্রমবর্ধবান অগ্রগতি ধরে রাখতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখা জরুরী। তবে সরাসরি ভর্তুকি না দিয়েও সরকার বিকল্প উপায়ে কীভাবে রপ্তানি খাতে সহায়তা করতে পারে সেদিকে নজর দেয়া প্রয়োজন।

বিশেষ করে:-

*সকল রপ্তানি খাতে একই ধরনের ট্যাক্স ও করসুবিধা নিশ্চিত করা;

*সকল রপ্তানি পণ্যে রেয়াতি হারে অর্থায়ন করা এবং ফ্যাক্টরিং সার্ভিসকে বিশেষ করে এসএমই খাতে কার্যকর করা সহ রপ্তানি অর্থায়নের জন্য রেয়াতি হারে মূলধনী ঋণ এবং এলসি’র বিপরীতে ঋণ সুবিধা প্রদান করা;

*রপ্তানি বৃদ্ধির সুবিধার্থে সংশ্লিষ্ট সকল রপ্তানি পণ্য খাতে করমুক্ত রেয়াতি হারে বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের সংস্থান করা;

*রপ্তানিমুখী গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প এবং নারী উদ্যোক্তাদের সমন্বয়ে খাতভিত্তিক যৌথ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা প্রদান করা;

*বিদেশে প্রদর্শনী বা মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা;

*এই আদেশ মোতাবেক রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রশাসনিক সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা কার্যকর;

*এসএমই খাতের রপ্তানি বৃদ্ধির সুবিধার্থে ডিজটাল মার্কেটিং সহায়ক সহজলব্ধ কারিগরি এবং বিনিয়োগ ব্যবস্থা কার্যকর করা;

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: