দ্রুত সময়ে সংস্কার ও নির্বাচন দেওয়া হবে: এফবিসিসিআইয়ের প্রশাসক
দ্রুত সময়ের মধ্যে যতোটুকু সম্ভব সংস্কার এবং দ্রুত নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অতিরিক্ত সচিব (অব.) প্রশাসক মো. হাফিজুর রহমান।
বৃহস্পতিবার এফবিসিসিআই প্রধান কার্যালয়ে নতুন প্রশাসকের প্রথম কর্মদিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এফবিসিসিআই প্রশাসক বলেন, আমাকে দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক সংগঠন এফবিসিসিআই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি ব্যবসায়ীদের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মো. হাফিজুর রহমানকে বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকার কর্তৃক নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে সাবেক এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। এফবিসিসিআই বৈষম্যবিরোধী সমন্বয়করা হলেন- আবুল কাসেম হায়দার, মো. জাকির হোসেন নয়ন, গিয়াসউদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আতিকুর রহমান, মিস সাঈদা আক্তার, মো. সাহিদুর রহমান খান সাঈদ, ডা. মাহবুব হাফিজ, কে এম আরিফ উল কবির।