আন্তর্জাতিক ইয়ুথ সামিট আয়োজন করবে এফবিসিসিআই
আন্তর্জাতিক ইয়ুথ সামিট আয়োজন করবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বিশ্বের তরুণ উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন ও তাদের একসঙ্গে কাজ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইয়ুথ অ্যান্ড স্পোর্টসের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে দেশের তরুণ সম্প্রদায় এবং ক্রীড়াক্ষেত্রে তাদের সম্পৃক্ততা নিয়ে কর্মশালা আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয় ওই সভায়। শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত একটি করে খেলার মাঠ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে তরুণদের ক্রীড়া সম্পর্কিত নির্দেশনা ও সহায়তা প্রদানে একটি ইনস্টিটিউট স্থাপনেরও প্রস্তাব করেন বক্তারা।
কমিটির চেয়ারম্যান খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।