পর্যাপ্ত বিদ্যুৎ গ্যাস চান ব্যবসায়ীরা
দেশে ব্যাপক হারে শিল্পায়নের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর বার্ষিক সাধারণ সভায় সারাদেশের ব্যবসায়ীদের পক্ষে এ দাবি জানানো হয়। এ ছাড়া অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও ব্যাংকিং খাতে সংস্কার চেয়েছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন), সহসভাপতি মাহবুবুল আলমসহ পরিচালক ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এফবিসিসিআইসহ অন্যান্য বাণিজ্য সংগঠনের সংস্কার, দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি প্রভৃতি বিষয়ে জোর দেন সদস্যরা। সংগঠনের সাধারণ পরিষদের সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাধ্যতামূলক সদস্যপদ নিশ্চিত করার মাধ্যমে এফবিসিসিআইর অধিভুক্ত বিভিন্ন জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। আবদুল মাতলুব আহ্মাদ বলেন, রাজস্ব-সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যমান সমস্যা দূরীকরণে নিয়মিতভাবে এনবিআর-এফবিসিসিআই পার্টনারশিপ ডায়ালগ হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের সমস্যা এনবিআরের কাছে সরাসরি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।