ট্রেড লাইসেন্সের ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের
ট্রেড লাইসেন্সের বর্ধিত ফি ও নবায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য গত রোববার এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় ট্রেড লাইসেন্সের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার এবং যুক্তিসঙ্গত হারে ফি নির্ধারণের আহ্বান জানান ব্যবসায়ীরা। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন)।
সভায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘সম্প্রতি এলজিআরডি মন্ত্রণালয়ের জারিকৃত সিটি করপোরেশন আদর্শ কর তফসিল-২০১৫-এর মাধ্যমে ট্রেড লাইসেন্সের ফি অত্যাধিক হারে বাড়ানো হয়েছে। এতে ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে নিরুত্সাহিত হচ্ছে নবীন ক্ষুদ্র উদ্যোক্তারাও।’ এ অবস্থায় ট্রেড লাইসেন্সের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এছাড়া যুক্তিসঙ্গত হারে ফি নির্ধারণ বিষয়ে সফিউল ইসলাম এফবিসিসিআইয়ের সুপারিশমালা বিশেষভাবে বিবেচনার জন্য সচিবকে অনুরোধ জানান। একই সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এফবিসিসিআই প্রতিনিধি দলের বক্তব্য ইতিবাচকভাবে গ্রহণ করে উল্লেখ করেন যে, ট্রেড লাইসেন্সের ওপর ভ্যাট প্রত্যাহারের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বিষয়ে যুক্তিসঙ্গত ও সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানোর আশ্বাস প্রদান করেন তিনি।