শুভ জন্মদিন শেখ ফজলে ফাহিম
এফবিসিসিআই এর সভাপতি এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এর জন্মদিন আজ।
ফাহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।
শেখ ফজলে ফাহিম পুনরায় কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব ও পালন করেছেন।
এছাড়া সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সহসভাপতি হিসেবেও দায়িত্ব ও পালন করেছেন।
তিনি সেন্ট এডওয়ার্ডস বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্নাতক প্রোগ্রামের অংশ হিসাবে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে শেখ ফজলে ফাহিমকে জন্মদিনের শুভেচ্ছা।