নয়াদিল্লিতে হাতিলের প্যান ইন্ডিয়া ডিলার্স মিট
বাংলাদেশের সবচেয়ে বড় ফার্নিচার ব্র্যান্ড হাতিল নয়াদিল্লিতে প্রথমবারের মতো গত ২৩ জুলাই প্যান ইন্ডিয়া ডিলার্স মিটের আয়োজন করে। কোম্পানিটি বিগত বছরগুলোতে বেশ সফলতার সঙ্গে দেশের গণ্ডি ছাড়িয়ে তাদের ব্যবসা সম্প্রসারণ করে চলেছে। গত জুন মাসে এ ভারতে চালু হয় হাতিলের ২৬তম শোরুম। হাতিল একমাত্র বাংলাদেশি ব্র্যান্ড যার বিদেশের মাটিতে নিজ নামে সর্বোচ্চ সংখ্যক আউটলেট রয়েছে।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। ভারতের সিবিআইসির যুগ্ম কমিশনার এবং ডিজি ভিজিল্যান্স ড. মনদীপ কুমার বাতিশ বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মো. নুরাল ইসলাম, ডেপুটি হাইকমিশনার এবং মিনিস্টার (কমার্স) ড. একেএম আতিকুল হক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের সাবেক নির্বাচন কমিশনার (ইউ টি) নরেন্দ্র কুমারও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।
অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন হাতিল বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান। এছাড়াও হাতিল বাংলাদেশের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মিজানুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা ভারত থেকে ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেন। অংশগ্রহণকারীরা এখন পর্যন্ত ভারতে হাতিল-এর সার্বিক ব্যবসায়িক অবস্থা নিয়ে আলোচনা করেন। ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ আর্থ-সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
হাতিল কমপ্লেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ভারত বিশ্বের বৃহত্তম আসবাবপত্র বাজারগুলোর মধ্যে একটি এবং সেখানে প্রতিযোগিতাও অনেক বেশি। স্থানীয় আসবাবপত্র প্রস্তুতকারকদের পাশাপাশি ইতালি, চীন, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার ব্র্যান্ডগুলো একটি বড় মার্কেট শেয়ার নিয়ে বাজারে দৃঢ় অবস্থান ধরে রেখেছে। প্রতিযোগিতামূলক পণ্যের মূল্য বাজারে টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে আসবাবপত্র সরবরাহ করে আসছি। গুণমান এবং উদ্ভাবনী ডিজাইনের কারণে ক্রেতারা সবসময়েই আমাদের পণ্যগুলো পছন্দ করছে। বাজার থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আমরা এখানেও আমাদের শোরুম সম্প্রসারিত করছি। এছাড়াও নতুন নতুন বাজার তৈরির লক্ষে আমরা বাংলাদেশ, দুবাই, ভারত ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক আসবাব মেলা গুলোতে নিয়মিত অংশগ্রহণ করছি। আমাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে তা দিয়ে সর্বোত্তম গুণগতমান বজায় রেখে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানো সম্ভব। এখন পর্যন্ত বাংলাদেশের বন্ধুপ্রতীম ভারতের বাজারে ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত।
প্রায় তিন যুগের পুরোনো এই ব্র্যান্ডটি আজকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ফার্নিচার ব্র্যান্ড। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যান্ডটি সমসাময়িক স্টাইল, উদ্ভাবনী ডিজাইন আর বিশ্বমানের ফার্নিচার নিয়ে সব সময়েই ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই উদ্ভাবনী ডিজাইনগুলোই হাতিলকে করেছে অনন্য। এই গল্পের শুরু হয়েছিল ১৯৬৬ সালে, যখন হাবিবুর রহমান পারিবারিক ব্যবসা হিসেবে এইচ. এ. টিম্বার ইন্ডাস্ট্রিজের গোড়াপত্তন করেন। তার ছেলে সেলিম এইচ রহমান এই ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যান। ফ্যাক্টরিতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ও সংযোজন এর বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে।
প্রতি বছর নতুন নতুন আউটলেট খোলার মাধ্যমে দ্রুত সম্প্রসারিত হচ্ছে হাতিল। বর্তমানে ব্র্যান্ডটি সারা বাংলাদেশে ৭২টি শোরুম পরিচালনা করে এবং মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন রাজ্যে শোরুম রয়েছে। পাশাপাশি ভুটানের রাজধানী থিম্পুতে দুটি শোরুম রয়েছে। হাতিল তার পণ্য কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপেও রপ্তানি করে।