১৭তম জাতীয় ফার্নিচার মেলায় হাতিল
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত ১৭তম জাতীয় ফার্নিচার মেলা-২০২২-এ অংশগ্রহণ করেছে ফার্নিচার ব্র্যান্ড হাতিল।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় আরো অনেক ফার্নিচার ব্র্যান্ড অংশগ্রহণ করে। গতকাল এ মেলা শেষ হয়।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. জসিম উদ্দিন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান এবং হাতিল ফার্নিচারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান।
মেলায় ক্রেতাদের জন্য সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিল হাতিল। এ অফার মেলার পাশাপাশি হাতিলের সব শোরুম ও অনলাইনে প্রযোজ্য ছিল। ২০ অক্টোবর পর্যন্ত ক্রেতারা হাতিলের সব শোরুম ও অনলাইন থেকে এ অফার উপভোগ করতে পারবেন।
গুলনকশা, হল নং-১ এ হাতিল তাদের আকর্ষণীয় সব হোম ও অফিস ফার্নিচার কালেকশন নিয়ে অংশগ্রহণ করে এ মেলায়।
হাতিল বাংলাদেশে আয়োজিত মেলার পাশাপাশি সম্প্রতি ভারতের দিল্লি এবং মুম্বাইয়ে আয়োজিত ইনডেক্স ফেয়ারেও অংশগ্রহণ করেছে। এরই মধ্যে হাতিল ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুয়াহাটি, হারিয়ানা, চান্ডিগাড় এবং কাশ্মীরে শোরুম নিয়ে ব্যবসা পরিচালনা করছে। সম্প্রতি ধানবাদে ২৭তম শোরুমটি উদ্বোধন করেছে। ভারত ছাড়াও হাতিলের দুটি শোরুম রয়েছে ভুটানে। এছাড়া হাতিল আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এবং আরব আমিরাতসহ আরো অনেক দেশে ফার্নিচার রফতানি করছে।