আসবাব খাতের জন্য প্রশিক্ষণ
আসবাব খাতের শ্রমিকদের দক্ষতা বাড়াতে মানিকগঞ্জের সিঙ্গাইরে নাদিয়া ফার্নিচারের কারখানায় গত বৃহস্পতিবার এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কানাডা সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত একটি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে পাঁচটি শিল্পের ছয় হাজার শ্রমিক এই প্রশিক্ষণ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাদিয়া ফার্নিচারের এমডি এ করিম মজুমদার, কানাডীয় হাইকমিশনের জ্যেষ্ঠ উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, আইএলওর জ্যেষ্ঠ দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ মাইকেল আক্সম্যান উপস্থিত ছিলেন।