সিলেটে ‘বেস্ট বাই’ এর দুটি আউটলেট উদ্বোধন
সিলেটে ‘বেস্ট বাই’ এর দুটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আরএফএল এর পরিচালক আর এন পল নগরীর অম্বরখানা এবং মিরবক্সতলায় এ দুটি আউটলেট উদ্বোধন করেন।
চেয়ার, টেবিল, জগ, বালতি, টুল, গ্যাসের চুলা সহ যাবতীয় গৃহস্থালী সামগ্রী পাওয়া যাচ্ছে আরএফএল এর এসব আউটলেটে। এছাড়া ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন বাসন, পেয়ালা, মগ, চায়ের কাপ, দূরন্ত ব্র্যান্ডের সাইকেল, গুডলাক ব্র্যান্ডের স্টেশনারী পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য, বিজলী এবং ক্লিক ব্র্যান্ডের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও পাওয়া যাচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেস্ট বাই এর চিফ অপারেটিং অফিসার গিয়াস উদ্দিন বিশ্বাস, সহকারী ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরএফএল ‘বেস্ট বাই’ এর ৯৬টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।