বাংলাক্রাফ্ট এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২১ মার্চ (রোজ রবিবার) ২০২১ উইমেনস্ ভলান্ট্যারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) ঢাকা- এ, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফ্ট) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাক্রাফ্ট এর সভাপতি গোলাম আহসান। সভায় বিগত বছরের কর্মকান্ড সদস্যগনের সামনে উপস্থাপন করা হয়। উক্ত সভায় নির্বাহী সদস্যগন ও সমিতির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।