বেজ টেক্সটাইলের ২৮তম এজিএম অনুষ্ঠিত

বেজ টেক্সটাইলস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান সিদ্রাতুল মুনতাহার সভাপতিত্বে চট্টগ্রামে কোম্পানির রেজিস্টার্ড কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান শিবলী আর্থিক বিষয়ে এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক এসএম জামাল উদ্দিন, ইসরাত জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনোয়ার শাহাদাত শোভন ও প্রধান অর্থ কর্মকর্তা শিমুল বরণ শর্মা। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব এসসি চৌধুরী। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা সশরীরে উপস্থিত ছিলেন এবং আর্থিক বিষয়ে আলোকপাত করেন। সভায় সর্বসম্মতিক্রমে কার্যবিবরণী অনুমোদিত হয় এবং কোম্পানি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।