South east bank ad

বিজিএমইএর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বিজিএমইএর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে। গতকাল বিজিএমইএর অফিসে অনুষ্ঠিত এক সভায় বিজিএমইএর বিদায়ী বোর্ডের (২০১৯-২১ মেয়াদ) কাছ থেকে দায়িত্ব নেয় নবনির্বাচিত বোর্ড (২০২১-২৩ মেয়াদ)। নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।

নবনির্বাচিত অফিস সদস্যরা হলেন সভাপতি পদে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাক্তন সিনিয়র সহসভাপতি, বিজিএমইএ ফারুক হাসান, প্রথম সহসভাপতি পদে চট্টগ্রাম থেকে নির্বাচিত ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েল ডিজাইনারসের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে সিহা ডিজানের চেয়ারম্যান এসএম মান্নান (কচি), সহসভাপতি পদে ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শাহীদুল্লাহ আজিম ও সহসভাপতি (অর্থ) পদে ডিজাইনটেক্স নিটওয়্যারের এমডি খন্দকার রফিকুল ইসলাম।

নবনির্বাচিত অন্যরা হলেন মিসামী গার্মেন্টসের পরিচালক মিরান আলী, সাদমা ফ্যাশন ওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন এবং চট্টগ্রাম থেকে নির্বাচিত এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: