সাড়ে ৩৬ লাখ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন
 
                                                                                                দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। এরমধ্যে ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩।
টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৫১ হাজার ১৫৩ জন। এরমধ্যে পুরুষ ২৩ লাখ ৪৮ হাজার ৪০ এবং নারী ১৩ লাখ তিন হাজার ১১৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। তবে দেশে টিকার সংকট থাকায় এখন প্রথম ডোজের প্রয়োগ বন্ধ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭ হাজার ৬৩০ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৩০ এবং নারী ২২ হাজার ৩০০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন দুজন। এরা দুজনই পুরুষ।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ২৭ হাজার ৯৩৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৫৬ হাজার ৪৩৭ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ সাত হাজার ৯৭৫ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন নয় লাখ ২০ হাজার চারজন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন দুই লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন সাত লাখ ৪৯ হাজার ৭৫০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ৭১ হাজার ৮৭৬ জন, প্রথম ডোজ ছয় লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ২২ হাজার ৭২৬ জন, প্রথম ডোজ পাঁচ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৬১ হাজার ১৬০ জন, প্রথম ডোজ সাত লাখ ৩১ হাজার ৮৯ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ১০৮ জন, প্রথম ডোজ দুই লাখ ৫১ হাজার ৩৪৫ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ এক হাজার ৬০৭ জন, প্রথম ডোজ তিন লাখ এক হাজার ১৫৬ জন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                