সারাদেশে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সারাদেশে বিদ্যমান অক্সিজেন এর চাহিদা পূরনে সরকারীভাবে কোভিড-১৯ ইমার্জেন্সী রেসপন্স এন্ড প্রিপায়ার্ডনেস প্রকল্পের আওতায় সারাদেশে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে একটি সভা আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দেশের বিভাগীয় পর্যায়ে সরকারী ভাবে মেডিকেল গ্যাস প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত অংশীজনবৃন্দ মতামত প্রদান করেন।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সভাপতিত্ব করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্তিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ আহমেদুল কবীর , অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমূখ।