গ্রাহকদের বিস্তৃত পরিসরে বীমা সমাধান প্রদানের লক্ষ্যে একযোগে কাজ করবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড
দেশে বীমা সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদাকে সামনে রেখে গ্রাহকদের জন্য জীবন বীমা ও সাধারণ বীমার সমন্বিত সেবা প্রদানের উদ্দেশ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও উন্নত বীমা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গার্ডিয়ান লাইফ - এর চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল
করিম, এফসিএ; এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স - এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ
মামুন, এফসিসিআই; উভয় প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারককে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে
উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে বীমা সেবা নিশ্চিত করতে
এই উদ্যোগ বীমা খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বীমা
পলিসি’র সমন্বয়ে গার্ডিয়ান লাইফ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রাহকদের বীমা সংক্রান্ত
সকল প্রয়োজন পূরণে একসাথে কাজ করবে।