মিশিগানের হ্যামট্রামিক শহরে মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ে বাংলাদেশি মালিকানাধীন মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন হ্যামট্রামিক সিটির মেয়র আমির বদর গালিব ও রেস্টুরেন্টের মালিক রুম্মান আহমদ চৌধুরী ইভান।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নাঈম লিওন চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, কাউন্সিল উইমেন এমেন্ডা জেকোয়াস্কি, কাউন্সিলম্যান এড্যাম আল বার মাকি, কাউন্সিলম্যান মো. আলসুমারি প্রমুখ। রেস্টুরেন্টটির মেন্যুতে রয়েছে বাংলাদেশি ও নর্থ ইন্ডিয়ান খাবার।