নাইজেরিয়ায় বিমান হামলায় ৭০ ‘সন্ত্রাসী’ নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নাইজেরিয়ার বিমান বাহিনী দাবি করে বলেছে যে, তারা দেশটির উত্তরে নাইজার সীমান্তে বিমান হামলায় ৭০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসআইএল-এর সঙ্গে জড়িত ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
শনিবার নাইজেরিয়া এবং নাইজারের বিমান বাহিনী এই অভিযানে অংশ নেয় বলে এক বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে নাইজেরিয়ার বিমান বাহিনী বলেছে, তারা লেক চাদ এলাকায় বিমান হামলা চালিয়েছে। জায়গাটি ২০১৬ সাল থেকে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ (ISWAP) এর যোদ্ধাদের আবাসভূমি হিসেবে পরিচিত।
পুরোনো প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সঙ্গে মিলে দল দুটি গত এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। চলমান সহিংসতার কারণে এখনও দুই মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত।
নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, "সন্দেহজনক অবস্থানের ওপর অভিযানটি পরিচালিত হয়, এখানে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে দেখা গিয়েছিল, যা ছিল একটি সম্ভাব্য লজিস্টিক ক্যাম্প।"
বিবৃতিতে তিনি যোগ করেন, "ফলস্বরূপ তারা ১৪ এপ্রিল তুম্বুন রেগো এবং কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। এতে ৭০ জনেরও বেশি ISWAP সন্ত্রাসী হয় নির্মূল বা গুরুতরভাবে আহত হয়েছে।" সূত্র- আল জাজিরা।