এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোক্তা
এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোক্তা। বাংলাদেশের শিল্প-কারখানাকে একটি শক্ত ভীত গড়ে দেওয়ার জন্য মুর্শেদী অক্লান্ত পরিশ্রম করেছেন। এই মহান দূরদর্শী ব্যক্তি ১৯৬৩ সালের ৬ অক্টোবর জন্ম গ্রহণ করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক সম্পন্ন করে ১৯৮৪ সালে নিজের ব্যবসা শুরু করেন। মাত্র ২০ বছরের মধ্যে তিনি বাংলাদেশের অন্যতম শিল্পপতিতে পরিণত হন। যার বর্তমানে রয়েছে ১৪টি গার্মেন্টস ফ্যাক্টরী ও ওয়াশিং প্লান্ট।এনভয় গ্রুপ এখন কেবল তৈরি পোষাক শিল্পতে সীমাবন্ধ নেই, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য, ফ্রেইট ফরোয়ার্ডিং, মৎস, রিয়েল এস্টেট, ব্যাংকিং, স্বাস্থ্যসহ আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবসা প্রসারিত করেছে। রেডিমেট গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে এনভয় গ্রুপকে শীর্ষস্থানীয় হিসেবে বিবেচনা করা হয়। ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি ও প্রেসিডেন্টম এক্সপোর্ট ট্রফি দেওয়ার মধ্য দিয়ে সরকার এনভয় গ্রুপকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অবদার রাখার স্বীকৃতি দিয়েছে। এ সব কিছু সম্ভব হয়েছে একমাত্র সালাম মুর্শেদীর অক্লান্ত পরিশ্রমের ফলে।গেল দুই দশক ধরে বাংলাদেশ পোষাক তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বিজেএমইএ’এর অবিচ্ছেদ্য অংশ হলেন সালাম মুর্শেদী। এই সংগঠন ও গার্মেন্টস শিল্পের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি সহজেই অনুমান করা যায়। কারণ, তার অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি টানা চারবার বিজেএমইএ এর পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন। কখনো কখনো ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বিজেএমইএ’ এর প্রেসিডেন্ট পদে রয়েছেন। ব্যবসায়ী হিসাবে পরিচিতি ছাড়াও মুর্শেদীরর আরো একটি পরিচয় রয়েছে। তিনি ছিলেন এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার। অনেক আন্তর্জাতিক ম্যাচে তিনি বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ফুটবল থেকে অবসর নিলেও এখনো তিনি ফুটবলের সংস্পর্শেই আছেন। দেশের অনেক তরুণ ও মেধাবী ফুটবলার উঠে আসার পেছনে তার অবদান রয়েছে। মোহামেডান ক্লাবের উন্নয়নেও তিনি ভূমিকা রেখেছেন। তরুণ ও মেধাবী খেলোয়াড়দের উঠিয়ে আনার স্বীকৃতি স্বরুপ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ পেয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।