শিরোনাম

South east bank ad

ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’র উদ্বোধন করেছেন শেখ হাসিনা - নরেন্দ্র মোদী

 প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাক্ষাতকার

ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’র উদ্বোধন করেছেন শেখ হাসিনা - নরেন্দ্র মোদী

ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এ প্রর্দশনীর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপমহাদেশের দুই বরেণ্য নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর জীবনী নির্ভর ভ্রাম্যমাণ তথ্যচিত্রের ডিজিটাল প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দুই প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর কিউরেটর ভারতীয় নাগরিক বিরাড ইয়াগনিগ।

প্রদর্শনীর কিউরেটর জানান, এক্সিবিশনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিন প্রদর্শিত হওয়ার পর জাতীয় শিল্পকলা একাডেমিতে এক মাসের জন্য স্থানান্তরিত করা হবে, এরপর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগীয় শহরের প্রতিটিতে তিন সপ্তাহের জন্য প্রদর্শিত হবে এবং সর্বশেষে, ডিজিটাল প্রদর্শনীটি নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এক মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

কিউরেটর বিরাড ইয়াগনিগ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, জাতীয় জাদুঘর, জাতীয় আর্কাইভ এবং মুজিববর্ষ উদযাপন কমিটিকে তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

BBS cable ad

সাক্ষাতকার এর আরও খবর: