South east bank ad

ফের কমলো সোনার দাম

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

ফের কমলো সোনার দাম
কিছুটা বাড়ার পর আবারও কমলো আন্তর্জাতিক বাজারে সোনার দাম। বৃহস্পতিবার ডলারের বিনিময়মূল্য এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়ে যাওয়ার খবরে বিনিয়োগ চাহিদা কমেছে ধাতুটির। এর প্রভাবে নিম্নমুখী স্বর্ণের দর। একই সঙ্গে প্লাটিনামের দাম কমলেও বেড়েছে রূপার। এর আগে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) আর্থিক নীতিমালা আরও কঠোর হয়ে ওঠার আশঙ্কায় কয়েক মাস ধরে স্বর্ণের বিনিয়োগ চাহিদা কমেছে ব্যবসায়ীদের মধ্যে। সবাই ধারণা করেছিলেন দেশটিতে শেষ হয়ে আসছে প্রায় শূন্য সুদহারের সময়কাল। এরই ধারাবাহিকতায় ডলারের বিনিময়মূল্যে ঊর্ধ্বগতির ফলে কমে আসছিল স্বর্ণের বাজারদর। একসময় তা পৌঁছে কয়েক বছরে সর্বনিম্নে। এরপর গত সপ্তাহের শুরুর দিকে ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনা কমে এলে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করে পণ্যটির দর। এর বিপরীতে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে গত মাসের কর্মসংস্থান এবং উৎপাদন প্রবৃদ্ধির প্রতিবেদন প্রকাশের পর স্পষ্ট হয়ে ওঠে দেশটির অর্থনৈতিক অগ্রগতির চিত্র। ফলে আবারও বাড়তে শুরু করে ডলারের বিনিময়মূল্য এবং সরকারি বন্ড ও শেয়ারবাজারের বিনিয়োগ চাহিদা। ফলে আবারও নিম্নমুখী হয়ে পড়ে স্বর্ণের বিনিয়োগ চাহিদা ও দাম। সুদমুক্ত হওয়ায় উন্নত অর্থনৈতিক পরিস্থিতিতে পণ্যটিতে বিনিয়োগে অনাগ্রহী থাকেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) বৃহস্পতিবার স্বর্ণের সবচেয়ে কেনাবেচা হয়েছে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে। এর আওতায় এদিন পণ্যটির দাম কমেছে ৯ ডলার ১০ সেন্ট বা দশমিক ৮ শতাংশ। দিন শেষে এখানে পণ্যটির সর্বশেষ মূল্য দাঁড়ায় প্রতি আউন্স এক হাজার ১২৪ ডলার ৫০ সেন্টে। অন্যান্য ধাতুর মধ্যে বৃহস্পতিবার কোমেক্সে দাম বেড়েছে রূপার। এদিন এখানে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে ৪ সেন্ট বা দশমিক ৩ শতাংশ। দিন শেষে এখানে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ১৪ ডলার ৭০ সেন্টে।
BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: