ঢাকা ও চট্রগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর সপ্তাহ ব্যাপি জুয়েলারী মেলা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আভিজাত্য, বিশ্বমানের সেবা, অনুপম ডিজাইন ও নিখাদ অলংকারের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে প্রথম ISO সার্টিফাইড গহনা প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী সর্ববৃহৎ চেইন শপ ডায়মন্ড ওয়ার্ল্ড ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করেছে সপ্তাহব্যাপি জুয়েলারী মেলা।
মূলত ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর শাখা এবং চট্টগ্রামের কেবিএইচ প্লাজা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির এই আয়োজন। মোহাম্মদপুর ও কেবিএইচ প্লাজার সপ্তম বর্ষে পদাপর্ণ, ও গাজীপুর শাখার দ্বিতীয় বর্ষে পদাপর্ণ উপলক্ষ্যে এই মেলা।
গাজীপুরের প্রকৌশল ভবনের ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমে ১৩ সেপ্টেম্বরে শুরু হয়ে এই মেলা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। চট্্রগ্রামের কেবিএইচ প্লাজায় নিজস্ব শোরুমে ১৪ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর এবং মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ১৬ সেপ্টেম্বরে শুরু হয়ে এই মেলা শেষ হবে ১৯ সেপ্টেম্বর।
মেলা উপলক্ষ্যে থাকছে সকল ডায়মন্ড জুয়েলারী এর উপর ২৫% ডিসকাউন্ট, গোল্ড জুয়েলারীর মজুরীর উপর ৫০% ডিসকাউন্টসহ প্রতিটি কেনাকাটায় নিশ্চিত আকর্ষনী উপহার। আর এই অফারটি শুধুমাত্র গাজীপুর, চট্টগ্রাম এর কেবিএইচ প্লাজা ও ঢাকাস্থ মোহাম্মদপুরস্থ শোরুমে মেলা চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য।
এছাড়াও অনলাইনে সমগ্র দেশের গ্রাহকরা পাবেন স্পেশাল ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি ও ইএমআই সুবিধা। অনলাইনে কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে www.diamondworldltd.com লিংকে।