দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি ২ লাখ ৭২৬ টাকা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরি প্রতি দুই লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে নতুন স্বর্ণমূল্য ঘোষণা করেছে, যা আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী —
২২ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ২,০০,৭২৬ টাকা
২১ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৯১,৬০৫ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৬৪,২২৯ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম: প্রতি ভরি ১,৩৬,৪৪৫ টাকা
বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা, ওজন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত বাজুস ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে—এর মধ্যে ৪৩ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।
এর আগে গত শনিবার (৪ অক্টোবর) ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে ডলার দুর্বলতা, ভূরাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বৃদ্ধির কারণেই স্বর্ণের এই রেকর্ডমূল্য নির্ধারণ করা হয়েছে।