South east bank ad

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
  আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে স্বর্ণের দাম। ডলারের মান হ্রাস ধাতুটির দাম বাড়াতে ভূমিকা রাখছে। খবর মাইন ডটকম। সিডনির সিএমসি মার্কেট এশিয়া প্যাসিফিকের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক রিক স্পুনার বলেন, বৈশ্বিক বাজার ঝুঁকির মুখে রয়েছে, যা স্বাভাবিকভাবে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। ইউরো ও ইয়েনের বিপরীতে ডলার বিক্রি হচ্ছে, যা স্বর্ণের বাজারকে অপেক্ষাকৃত স্থিতিশীল থাকতে সহায়তা করছে। ডলারের দুর্বলমান অন্যান্য মুদ্রার কাছে স্বর্ণকে সস্তা করেছে। সিঙ্গাপুরে তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ২২৫ ডলার ৪৮ সেন্টে বিক্রি হয়। এর আগে গত মঙ্গলবার ধাতুটির দাম দশমিক ২ শতাংশ বেড়েছিল। তবে সোমবার দাম কমে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয় ১ হাজার ১১৬ ডলার ১৮ সেন্টে, যা ১৮ আগস্টের পর সর্বনিম্ন। চলতি বছর ধাতুটির দাম কমেছে ৫ দশমিক ২ শতাংশ। মূলত, যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণকে কম গুরুত্বপূর্ণ করে তোলে। এ কারণে দামও কমে যায়। নিউইয়র্ক কোমেক্সে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে গতকাল বিক্রি হয় ১ হাজার ১২১ ডলার ৬০ সেন্টে। এদিন সাংহাই গোল্ড এক্সচেঞ্জে প্রতি গ্রাম স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে লেনদেন হয় ২৩১ দশমিক ৭১ ইউয়ানে (প্রতি আউন্স ১ হাজার ১৩০ ডলার ৮১ সেন্ট)। স্বর্ণের পাশাপাশি বাড়তির দিকে রয়েছে রুপা ও প্লাটিনামের দাম। গতকাল তাত্ক্ষণিক সরবরাহের জন্য প্রতি আউন্স রুপার দাম দশমিক ১ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৪ ডলার ৮০ সেন্টে। এর আগে মঙ্গলবার ধাতুটির দাম ২ শতাংশ বেড়ে যায়। এছাড়া এদিন আউন্সপ্রতি প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে লেনদেন হয় ১ হাজার ৫ ডলার শূন্য ৩ সেন্টে, যা চারদিনের মধ্যে সর্বোচ্চ।
BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: