South east bank ad

স্বর্ণের দাম কমল ভরিতে ১ হাজার ২২৫ টাকা

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

স্বর্ণের দাম কমল ভরিতে ১ হাজার ২২৫ টাকা
ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে পতনের ধারাবাহিকতায় দেশেও স্বর্ণের দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ৪১ হাজার ২৯০ টাকায়। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ আগের ৪০ হাজার ৪১৫ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৩৯ হাজার ১৯১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৩২ হাজার ৫৪৩ টাকায়। আগে এর দাম ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা। আর প্রতি ভরি সনাতনী স্বর্ণ আগের ২২ হাজার ৬৮৬ টাকা থেকে নেমে এসেছে ২১ হাজার ৪৬১ টাকায়। প্রচলিত মানদণ্ড অনুযায়ী, স্বর্ণে বিশুদ্ধতার মাত্রা প্রতি ভরি ২২ ক্যারেটের ক্ষেত্রে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ ও ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। দেশের বাজারে প্রতি ভরি রুপা ৯৩৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৮৭৪ টাকায়। জানা যায়, গত ১৫ অক্টোবর যখন স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ১৮৩ মার্কিন ডলার। সেটি কমে বর্তমানে ১ হাজার ৮৪ ডলারে নেমে এসেছে। অর্থাৎ এ সময়ের মধ্যে স্বর্ণের দাম কমেছে প্রতি আউন্সে ৯৯ ডলার। ভরিতে হিসাব করলে মূল্য কমেছে ৩৭ ডলার ২১ সেন্ট, বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ২ হাজার ৯১২ টাকা। তবে দেশের বাজারে দাম কমেছে আন্তর্জাতিক বাজারের তুলনায় অর্ধেকেরও কম।
BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: