South east bank ad

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিতে চাকরি, বেতন ১,১১,২০০

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এডুকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল ম্যানেজার–বেসিক এডুকেশন

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশি–বিদেশি উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরসহ ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের শিক্ষা প্রোগ্রামে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস ওয়ার্ডের কাজে দক্ষ হতে হবে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিতে চাকরি, বেতন ১,১১,২০০

কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, উখিয়া অফিস, কক্সবাজার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এ মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

যেভাবে আবেদন:
আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: