শিরোনাম

South east bank ad

হবিগঞ্জে কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু-৮ এপ্রিল লিখিত পরীক্ষা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

হবিগঞ্জে কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু-৮ এপ্রিল লিখিত পরীক্ষা

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে "ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২২" এর বাছাই প্রক্রিয়া ( শারীরিক মাপ ও চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ) শুরু হয়েছে।

হবিগঞ্জের পুরিশ সুপার এস এম মুরাদ আলির নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১৬৮৪ জন অংশ গ্রহণ করে।

এর মধ্যে ১৪৩৬ জন পুরুষ ও ২৪৮ জন নারী। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২২ এ হবিগঞ্জ জেলার ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী সহ মোট ৫৮ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

আজ বুধবার (৩০ মার্চ) ও ৩১ মার্চ চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ৮ এপ্রিল সকাল ১০ টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। হবিগঞ্জের পুরিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: