শিরোনাম

South east bank ad

১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৩ জন

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৩ জন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৩ জন চাকরিপ্রাপ্তদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ

পটুয়াখালীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৩ জন নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৯টায় উত্তীর্ণদের নামের তালিকা ঘোষণা করা হয়। পরে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলা পুলিশ প্রশাসন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০০ টাকা দিয়ে দুই হাজার ৫০৮ জন আবেদন করেন।

এরমধ্য থেকে পিইটি টেস্টে অংশ নেন এক হাজার ৫০৬জন। সেখান থেকে লিখিত পরীক্ষায় অংশ নেন ৫১১ জন।

উত্তীর্ণ ১৩৮ জনের ভাইবা শেষে চূড়ান্তভাবে ৪৩ জন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন কোটার বিপরীতে আরও আটজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক প্রার্থীকে ফিজিক্যালি সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে।

পরবর্তীতে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার খাতা পুলিশ হেডকোয়াটার বিশেষ কোডিংয়ের মাধ্যমে নিরীক্ষা করেছে।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: