আবেদন নাকচ, বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া
সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার বিধান নেই।। সাজাপ্রাপ্ত কারো বিদেশে চিকিৎসা নেয়ার নজির না থাকায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার দেশের বাহিরে চিকিৎসার বিষয়ে নেতিবাচক মত দিয়েছে আইন মন্ত্রণালয়। ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না সাবেক এই প্রধানমন্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে রবিবার আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন মতামত দিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে রবিবার সকালে মতামত দেন আইনমন্ত্রী। পরে তা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বিকালে আবেদনের বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি জানান তিনি।
আসাদুজ্জামান খান বলেন, আইনের বাহিরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তিনি (খালেদা জিয়া) হঠাৎ করে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। এরমধ্যেই তার ছোট ভাই আমার কাছে আসছিলেন। তিনি যে আবেদনটি করেছিলেন আপনারা জানেন। তিনি বিদেশে যাওয়ার জন্য একটা অনুরোধ আমাদের কাছে করেছিলেন। আমরা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় থেকে মত আসছে, তারা স্পট জানিয়ে দিয়েছে ৪০১ ধারায় সাজা স্থগিত করে যে সুবিধা দেয়া হয়েছে সেটা দ্বিতীয়বার আবার সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর অবকাশ নেই। শর্ত সাপেক্ষে তার সাজা মওকুফ হয়েছিলো। সেই শর্তের অন্যতম হলো তিনি বিদেশে যেতে পারবেন না। বাসা থেকেই চিকিৎসা নিতে হবে। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আমরা তাদের আবেদন মঞ্জুর করতে পারছি না। আমরা এখন তাদেরকে এটাই জানিয়ে দেব।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিষয়টা মানবিক হিসেবে দেখার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা আগে দেখতে চেয়েছি আইনের কোনো যায়গায় সুবিধা দেয়া যায় কি না। প্রধানমন্ত্রী তাকে সাজা স্থগিত রেখে বাসায় চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দিয়েছে। বিএনপি কি অভিযোগ করলো সেটা প্রশ্ন আসে না। আমাদের আইন কি বলে সেটাও তো দেখতে হবে। আমরাতো আইনের বাইরে যেতে পারি না।