শিরোনাম

South east bank ad

৩৩৩ ফোনে ত্রাণ চেয়ে শাস্তি: নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে পারেনি তদন্ত কমিটি

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

গত মঙ্গলবার করোনায় লকডাউনের কারণে সংসার আর নিজের চিকিৎসা খরচ জোগাতে না পেরে সরকারি ৩৩৩ নাম্বারে ফোন দিয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার ইউএনও যখন তার এলাকায় আসেন তখন আইয়ুব মেম্বার তাকে ৪ তালা বাড়ির মালিক এবং স্বচ্ছল হিসেবে পরিচয় করায়। এর পরিপ্রেক্ষিতে ইউএনও তাকে জরিমানা হিসেবে ১০০ জনকে সহায়তা করার নির্দেশ দেয়। ওই ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়। সাহায্যপ্রার্থী ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্টো শাস্তি স্বরূপ একশো জন দুস্থ ব্যক্তিকে ত্রাণ দিতে বাধ্য করেছেন, এমন অভিযোগ ওঠার পর জেলা প্রশাসন অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন হয়েছিল তারা নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে পারেনি।

বুধবার (২৬ মে) ওই কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিটি প্রধান জেলা প্রশাসকের কাছে সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বুধবার তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় থাকলেও তারা সময় চেয়েছেন। বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সময় দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়ো হবে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: