শিরোনাম

South east bank ad

মেগা প্রকল্পে ২৮ বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

মেগা প্রকল্পে ২৮ বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে ৯টি মেগা প্রকল্পে প্রায় সাড়ে ২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর শেরে বাংলা নগর অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং, ইউএন সহকারী মহাসচিব হাওলিং জু এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অর্থমন্ত্রী বলেন, ৯টা বড় প্রকল্পে অর্থায়ন করার বিষয়ে এআইইবি’কে আমরা প্রস্তাব করেছি। এ বিষয়ে সামনে আরও আলাপ আলোচনা হবে। কারণ ৯টি প্রকল্পে অনেক অর্থের প্রয়োজন। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে ১২ বিলিয়ন, পদ্মা সেতুতে ৩ বিলিয়ন, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের জন্য ৪ বিলিয়ন, এলএনজি ২ বিলিয়ন, মাতাবারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে আড়াই বিলিয়ন, রামপাল বিদ্যুৎ প্রকল্পে ২ বিলিয়ন ও মেট্রোরেল প্রকল্পের জন্য ২ বিলিয়ন খরচ হবে। তারা যদি চান এ সব প্রকল্পে অর্থায়ন করতে পারেন, তা না হলে তারা (উন্নয়ন সহযোগী) ঋণ দেবেন কোথায়। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে এআইইবি’র একটি বোর্ড মিটিং হবে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে তারা আমাদের এ সব প্রকল্পে অর্থায়ন করবে কি না। পুঁজিবাজারে বিনিয়োগের সময় বাড়ানোর কথা উল্লেখ করে মুহিত বলেন, পুঁজিবাজারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময় সীমা দুই বছর বাড়ানো হবে। ২০১৬ সালের ২১ জুলাই সময় সীমা শেষ হওয়ার কথা ছিল। এটা বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত করা হবে। তা না হলে পুঁজিবাজারে অস্থিরতা আসতে পারে। এটা না করলে ক্যাপিটাল মার্কেটে ক্ষতি এবং প্যানিক সৃষ্টি হচ্ছে। আইন সংশোধন করে দুই বছর বাড়িয়ে দেওয়া হবে এবং অনুমোদনের জন্য দ্রুত মন্ত্রিসভায় তোলা হবে। এডিবি ক্যাপিটাল মার্কেট উন্নয়নে সহায়তা করছে। সামনে যেন তারা আরও সহায়তা করে সেই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
BBS cable ad

আইন আদালত এর আরও খবর: